1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

একজন তনিমা চৌধুরীর সাক্ষাৎকার এবং ২য় প্রজন্ম

  • Update Time : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ২১৫ Time View

আজ সকালবেলায় হঠাৎ Canberra থেকে ফোন পেলাম।তনিমা চৌধুরী নামে একটা মেয়ে আমার Interview নিতে চায়।বিষয় আমাদের মুক্তিযোদ্ধ নিয়ে সে একটি ‘গবেষনা প্রকল্প ‘ হাতে নিয়েছে। মুক্তিযুদদকালীন সময়ের কিছু লোকের সরাসরি সাক্ষাত্কার তারই গবেষনার একটি অংশ।বললাম ‘ আমি তো মুক্তিযাদ্ধা নই’।আমি তখন মাএ ১৪ বৎসরের কিশোর, তবে খুব কাছ থেকে মুক্তিযোদ্ধটা দেখেছি। অদৃশ্য বংগবনধু শেখ মুজিবর রহমানই ছিল যে মুক্তিযোদ্ধের প্রান বিন্দু । মেয়েটি বলল আমি সেটাই জানতে চাই!

মেয়েটার জবাব শুনে খুব আগ্রহ বোধ করলাম।
যেখানে আমাদের ২য় প্রজন্মের অনেকেই মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস জানে না বা জানতে আগ্রহী হয় না, সেখানে Australia তে জন্ম এবং বড় হওয়া একটি বাংলাদেশী মেয়ে আমাদের ‘ মুক্তিযোদ্ধ’ নিয়ে গবেষনা করছে, তনিমা মেয়েটার কথায় আগ্রহ বেড়ে গেল।। তাই নৈতিকতার কোন থেকে সাক্ষাতকারের বিষয়টি এরিয়ে যেতে পারলাম না।
মেয়েটি অতি আগ্রহের সাথে শুনল ‘২৫ মার্চ পাক বাহিনীর ঢাকা Crackdown এর পর কিভাবে কিশোরটির পরিবার ঢাকা থেকে পালিয়ে কিশোরগঞ্জের গ্রামের বাড়িতে পৌঁছেছিল চারদিন পর।এই দীর্ঘ পথ (!) পারি দিতে কিশোর পরিবারটির সাহায্য নিতে হয়েছিল গাড়ী, নৌকা, রিকশা এবং ট্রাকের।তাদের নয় মাসের গ্রামের বন্দী জীবন, কিভাবে তার বড় ভাই, চাচাতো ভাই, চাচারা ভারতে সামরিক প্রশিক্ষন নিয়ে মুক্তিযোদ্ধে অংশগ্রহণ করেছিলো। কিভাবে গ্রামের সাধারন যুবক / কৃষকেরা মাএ একমাসের প্রশিক্ষন নিয়ে পৃথিবীর অন্যতম হিংস্র পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল, কিভাবে রাজাকার আসার সংবাদে পাট ক্ষেতে আমরা লুকিয়ে থাকতাম,কিভাবে অতি আগ্রহের সাথে প্রতি সন্ধ্যায় আমরা দল বেধে শুনতাম ‘ সাধীন বাংলা বেতার কেন্দ্র ‘ ইত্যাদি।

তখন ‘সাধীন বাংলা বেতার কেন্দ্রটি’ ছিল মুক্তিযাদ্ধা আর মুক্তিযোদ্ধের প্রান কেন্দ্র । সন্ধ্যায় আমাদের যে ‘ জয় বাংলা রেডিও’ শুনতেই হবে। বীর বাঙ্গালী অল্র ধর, বাংলাদেশ সাধীন কর।জয় বাংলার জয় ধননি।

মেয়েটার একটার পর একটা সাবলীল প্রশ্নের জবাবে স্মৃতি রোমানতন করে উওর দিয়ে যাচ্ছি। মুক্তিযোদ্ধের সেই ছোট ছোট ঘঠনা বর্ননা করতে গিয়ে নিজেও আবেগে আপ্লুত হয়েছি। ‘জয় বাংলার’ স্মৃতি যে আমার কাছে এখনো অম্লান ।

তনিমা চৌধুরী কে বলেছি ‘তোমার এই গবেষনা প্রকল্প সার্থক হোক, সফল হোক। Australia সহ সারা বিশ্ব জানুক আমাদের মুক্তির সংগ্রামী ইতিহাস, জয় বাংলার ইতিহাস।

আল্লাহ তুমি আমার প্রিয় ‘ বাংলাদেশ’ কে দীর্ঘজীবি করো, আমীন।

প্রকৌশলী বকুল, মেলবোর্ন

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..