1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

ঠাকুরগাঁওয়ে ধান ক্ষেতে দুই সাপের শংখলাগার বিরল দৃশ্য দেখে মুগ্ধ অনেকে

  • Update Time : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ২৩৯ Time View

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি: সাপের যৌনমিলন বা আধিপত্তের লড়াইয়ের দৃশ্য সচরাচর খুব একটা চোখে পড়ে না। এরুপ এক বিরল এ দৃশ্যের দেখা মিলেছে ঠাকুরগাঁও জেলার রাণীংশকৈল উপজেলার সুন্দরপুর এলাকায়। দীর্ঘ ৪ ঘন্টা ব্যাপি সাপের এই মিলনের দৃশ্য অবলোকন করে সাধারণ মানুষ।

শনিবার (০৭ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত ওই এলাকায় ধান ক্ষেতে দুটি দাঁড়াশ (স্থানীয় ভাষায় দারাজ) সাপের যৌন মিলন বা শঙ্খ লাগা দৃশ্য দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। এ সময় অনেকে সাপ দুটোকে মেরে ফেলার কথা ভাবলেও অনেকেই ছিলেন না মারার পক্ষে। অনেকে সাপের এই মিলনমেলায় গামছা বা মার্কিন কাপড় দেয়।তাদের বিশ্বাস সাপের মিলনের সময় গামছা বা কাপড় ঢেকে দিলে এবং ওই কাপড় গায়ে জড়িয়ে মামলা মোকদ্দমায় আদালত পাড়ায় গেলে বিজয় হবে সুনিশ্চিত।

সুন্দরপুর এলাকার বাসিন্দা স্থানীয় সংবাদকর্মী হুমায়ুন কবির জানান, সাপের ওই মিলন সাড়ে তিন থেকে চার ঘণ্টা স্থায়ী ছিল। দাঁড়াশ প্রজাতির সাপ দুটি লম্বায় ছিল ৪ থেকে ৫ ফুট। যৌনমিলন বা শঙ্খ লাগা অবস্থায় তাদেরকে নিজেদের পেঁচিয়ে অনেক উচিয়ে লাফালাফি, মারামারি ও একে অপরকে কামড় দিতে দেখা যায়।

ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক আব্দুল গাফফার জানান, সাপের শঙ্খ লাগা একটি সাধারণ ঘটনা ও প্রাকৃতিক বিষয়। মানুষ বা অন্য প্রাণীর যেমন যৌন মিলন হয়, সাপও ঠিক তেমনিভাবে প্রজননের জন্য মিলন ঘটায়।

তিনি বলেন, সাপের নির্দিষ্ট সময় থাকে। তখন তাদের প্রজনন সক্ষমতা বৃদ্ধি পায়, মিলনে উদ্দীপ্ত করে এবং প্রেম বা ভালো লাগার বিষয়টি প্রাধান্য পায়। খাদ্য, নিরাপত্তা, তাপমাত্রা এবং সঙ্গীর সহজ লভ্যতা- এসবের ওপর সাপের মিলন নির্ভর করে। সাধারণত বর্ষাকাল এ জন্য অনেকটা উপযুক্ত সময়। তাই এই সময়েই সাপের শঙ্খ বা মিলন বেশি হয়ে থাকে।

আব্দুল গাফফার আরও জানান, প্রজননের ঋতু ছাড়াও অন্য সময়ে তিন বা তার বেশি সাপের শঙ্খ লাগে এবং সবচেয়ে লক্ষণীয়, দুটি পুরুষ সাপেও শঙ্খ লাগে। আসলে নিছক খেলার ছলে কিংবা পৌরুষত্ব জাহির করার জন্য লড়াইয়ে লিপ্ত হয়।
তিনি বলেন, সাপ মিলনের আগে বা মিলনের সময় প্রজনন ভাব ও অনুরাগের বহিঃ প্রকাশ ঘটায় লাফালাফি, একে অপরকে জড়াজড়ি, মারামারি, কামড়াকামড়ি করে। এতে অনেক সময়ে দেহ কেটে-ছিড়ে যায়।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..