চট্রগ্রাম প্রতিনিধি:একজন মানবিক ওসি জনাব আবুল কাশেম ভূঁইয়া জনগনের দৌড়গোড়ায় পুলিশের সেবা পৌছে দিতে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। পাঁচলাইশ মডেল থানায় জিডি করতে এখন টাকা লাগে না। পাঁচলাইশ এলাকায় সন্ত্রাসী,চাঁদাবাজী,চিন্তাই,ইভটিজিং সহ সকল ধরনের অপরাধ নির্মূলের জন্য পরিশ্রম করে যাচ্ছেন এলাকার জনগনকে সাথে নিয়ে। এলাকায় যে কোন সমস্যা হলে উনাকে ফোন করে খবর দিলে উনি দ্রুত র্ফোস পাঠিয়ে সমাধানের ব্যবস্হা করেন। করোনা মহামারীতে লক ডাউনের সময় তিনি ব্যক্তিগত ভাবে ২ হাজার নিন্মবিত্ত ও মধ্যবিত্ত পরিবার কে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দিয়ে সহযোগীতা করেছেন যা সারা বাংলাদেশে নজিরবিহীন। পাঁচলাইশ থানার অন্তরভূক্ত এলাকার মহল্লা কমিটি, আবাসিক এলাকার কমিটির সাথে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে নিয়মিত যোগাযোগ রক্ষা করে খোঁজ খবর রাখেন। অতীতের যে কোন সময়ের চেয়ে বর্তমানে পাঁচলাইশ এলাকার জনগন পুলিশের মানবিক কার্যক্রমে অনেক খুশি।