বিশেষ প্রতিবেদন,কলকাতা;
একধাক্কায় ৫১৮ জন চিকিৎসাধীন করোনা সংক্রমিতের সংখ্যা কমে গেল বাংলায়। তাঁরা সকলেই এদিন হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন। বর্তমানে রাজ্যে করোনা সংক্রমিত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫ হাজার ৫৫২ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৬০ জন। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন থেকে এই তথ্য জানা গিয়েছে।
এদিন যাঁরা করোনা সংক্রমণ থেকে মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন, তাঁদের মধ্যে উত্তর ২৪ পরগনার ২৮২ জন। কোচবিহারে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১৪১ জন। ফলে রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার হার ৪৫.৬৩ শতাংশ। শনিবার এই হার ছিল ৪২.৪৫ শতাংশ। তবে শেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৮৯ জন। এই আক্রান্তদের মধ্যে শুধু কলকাতারই হলেন ১৫৮ জন। বাকিদের মধ্যে উত্তর ২৪ পরগনার ৭০ জন, হাওড়ার ৪০ জন এবং জলপাইগুড়ির ২৭ জন রয়েছেন। অবশিষ্ট ১২ জন বিভিন্ন জেলার বাসিন্দা। রবিবার পর্যন্ত গোটা রাজ্যে মোট সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৮৭ জন।
রাজ্যে মোট সংক্রমিতের মধ্যে কলকাতারই রয়েছেন ৩ হাজার ৬৭২ জন, হাওড়ার ১ হাজার ৭২২ জন, উত্তর ২৪ পরগনার ১ হাজার ৫৬৩ জন। তবে অন্য জেলাগুলিতে মোট সংক্রমিতের সংখ্যা রয়েছে ১ হাজারের কম। তবে শেষ ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১২ জনের। মৃতদের মধ্যে রয়েছেন কলকাতার ৬ জন, এ ছাড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দার্জিলিং, পশ্চিম মেদিনীপুর, নদিয়া ও হাওড়ার ১ জন। এর ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৫ জন। এখনও পর্যন্ত কলকাতায় মোট করোনা পরীক্ষা হয়েছে ৩ লক্ষ ৩৩ হাজার ৭৩৩ জনের। সংখ্যাটা প্রতি ১০ লক্ষে পরীক্ষা হয়েছে ৩ হাজার ৭০৮ জন। শতাংশের হিসেবে ৩.৩২ জন।