ফাতেমা ফেরদৌস রেসিম,লন্ডন:
এমন সময় আলমারীতে বাচ্চার কাপড়ের নীচের দিকে কি যেনো শক্ত কিছু হাতে লাগলো!!! কি হতে পারে? আমি তো ঐখানে ছোট ছেলের কাপড় ছাড়া আর কিছু রাখিনা!! উপর থেকে হাত দিয়ে বুঝতে চেষ্টা করছি কি হতে পারে, বেশ বড় আর চারকোনার মতো! খেলনা? না খেলনা আসবে কিভাবে? কারন আলমারীর যেখানে ছোট ছেলের কাপড় রাখি সেটা বেশ উঁচুতে, না আর ভাবার সময় নেই, কাপড় সরাতে লাগলাম, বেশ কয়েকটা কাপড় সরিয়ে যা দেখলাম!!!! এটা কিভাবে সম্ভব!!! আমার চোখকেও বিশ্বাস করতে পারছিনা!! কে আনলো কি করে আসলো? তাও এতো কাপড়ের নীচে! হ্যাঁ আর কিছুই না , আমার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটা! ওটাকে সুইচ অফ করে কাপড়ের মাঝে লুকিয়ে রেখেছে কে!!!! প্রতিদিন রাতে আমি ফোন চার্জে রাখি, তাই সকালে ফুল চার্জ ছিল ১০০%! ফোন কোনোভাবেই বন্ধ হবার কথা না, তাছাড়া ফোনকে এখানে কাপড়ের নীচে লুকিয়ে রাখা, বড় জোর আমার মনের ভুলে উপরে রুমে নীয়ে আসতে পারি, কিন্তু সুইচ অফ করে কাপড়ের মাঝে তো আমার লুকাবার কোনো প্রয়োজনই নেই, তাছাড়া এতো সময় ধরে এই ফোনকেই তো আমি নীচে খুঁজে খুঁজে হয়রান হয়েছি, আমার খুব ভাল করে মনে আছে, রান্না ঘরে মেয়ের সাথে কথা বলে, টেবিলে রেখেছি, তারপর ছোট ছেলেকে খাইয়ে, মামাকে কল করবো বলে ফোন নিতে গিয়েই যত বিপত্তি ঘটলো, মানে মোবাইল খুঁজে পাচ্ছিলাম না, আলহামদুলিল্লাহ ফোন পেয়ে খুশীতে চিৎকার দিয়ে
আলহামদুলিল্লাহ ! আলহামদুলিল্লাহ বলতে লাগলাম , আর আল্লাহর কাছে শুকরিয়া করতে লাগলাম, বাচ্চার কাপড় বদলে নীচে চলে এলাম তাকে নিয়ে, এসে মামাকে কল দেবো, এর মাঝে চোখে পড়লো ঐ মোবাইলটার দিকে, এখন দেখি সেটারও নেট চলে এসেছে, যেখানে ঐ ফোনের এতো সময় নেট কানেকশন ছিলনা কল করার জন্য, এখন সেটাতেও দেখি ফুল কানেকশন দেখাচ্ছে! কি আশ্চর্য্য ! আমার আর বুঝতে বাকী রইলো না এটা কার কাজ, কারন ফোন যদি আমি পেয়ে যাই তাহলে হুজুরকে আসতে বলবো, আর হুজুর আসা মানেই তার এই বাড়ীতে থাকতে সমস্যা হবে, এদিকে বলেছিলাম মামাকে সকাল সকাল কল দেবো, কিন্তু ফোন হারিয়ে যাওয়ায় অনেক দেরী হয়ে গেছে, তবুও কল দিলাম! বেশ কয়েকবার কল করার পর মামা বললেন যে, আমি কল দিতে দেরী করায় ভেবেছেন আজকে আর যেতে হবেনা, তাই মামা একটু দূরে চলে গেছেন, আসতে আসতে বিকাল ৫/৬ টা হবে, এদিকে ঐসময় এলে বাচ্চারা স্কুল থেকে চলে আসবে, তাদের সামনে এসব বলতে বা বোঝাতে চাইনি, কিন্তু কোনো উপায় নেই, সেদিন হাতুড়ী , আজ মোবাইল, কোনদিন আমার ছোট ছেলে না গায়েব হয়ে যায় ! নাহ! আর দেরী করা ঠিক হবেনা, বাচ্চারা আর জানলে জানুক, আমি আর দেরী করতে পারবোনা, আগামীকল সকাল পর্যন্ত অপেক্ষা করা ঠিক হবে বলে মনে হচ্ছেনা , তাই মামাকে বললাম ঠিকা আছে মামা আজকে বিকালেই আসুন, তাও আপনাকে আসতে হবে, এই বলে মামাকে আমার ঠিকানা এবং কোন বাসে আসতে হবে, কোথায় নামতে হবে সব বলে দিলাম, কারন বিকাল পর্যন্ত যদি আবার ফোন হারিয়ে যায় বা নেট থাকেনা, তাই এখনই সব বলে দিলাম, আর মামা আসার অপেক্ষায় রইলাম………চলবে
লেখিকা:ফাতেমা ফেরদৌস রেসিম,লন্ডন।