স্পোর্টস ডেস্ক: শেষ পর্যন্ত খেলতেই পারছেন না অধিনায়ক সাকিব আল হাসান। ইনজুরি এবং জ্বর- দুই অসুস্থতা মিলিয়ে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলার জন্য পুরোপুরি ফিট হতে পারলেন না তিনি। যে কারণে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার বিপক্ষে টস করার জন্য উইকেটের মাঝে হেঁটে গেলেন নাজমুল হোসেন শান্ত।
সাকিব আল হাসানের পরিবর্তে আজ বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন তার সহকারী হিসেবে বিশ্বকাপে অংশ নেয়া টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। সাকিবের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ।
বাংলাদেশ দলে আরও একটি পরিবর্তন আনা হয়েছে। ডানহাতি পেসার তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে নেয়া হয়েছে আরেক ডানহাতি পেসার হাসান মাহমুদকে।
ভারতীয় দলে কোনো পরিবর্তন নেই। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে যে একাদশ নিয়ে খেলেছিলো, সেই একাদশ নিয়েই আজ বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে রোহিত অ্যান্ড কোং।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, স্রেয়াশ আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রিত বুমরাহ, কুলদিপ যাদব, মোহাম্মদ সিরাজ।