সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন
ওয়েব ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার (১৬ সেপ্টেম্বর) মূল্যসূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। লেনদেনে যেকটি সিকিউরিটিজের দর কমেছে, তার চেয়ে দ্বিগুণ সংখ্যকের দর বেড়েছে। এতে এক্সচেঞ্জটির প্রধান মূল্যসূচক ও শরীয়াহ কোম্পানিগুলোর সূচক বাড়লেও কমেছে বাছাই করা শেয়ারের সূচক। আর সার্বিক লেনদেন এক মাসের বেশি সময় পর ৭০০ কোটির নিচে নেমেছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫১০ পয়েন্টে অবস্থান নিয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) লেনদেন শেষে যা ৫ হাজার ৪৭৫ পয়েন্টে ছিল। আর ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯৪ পয়েন্টে অবস্থান করছে। সোমবার যা ১ হাজার ১৮৬ পয়েন্টে ছিল। তবে ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে ২ হাজার ১৩৪ পয়েন্টে নেমেছে।
আজ ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৪০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২২১টির। বিপরীতে কমেছে ১০৩টির। আর ৭৬টির দর অপরিবর্তিত ছিল।
ডিএসইতে আজ মোট ৬৭৪ কোটি ১৪ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এর মাধ্যমে গত ১২ আগস্টের পর এক্সচেঞ্জটির লেনদেন ফের ৭০০ কোটি টাকার নিচে নামলো। ওইদিন ডিএসইতে ৬৬৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
প্রসঙ্গত, সোমবার এক্সচেঞ্জটিতে ৭০৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। অর্থাৎ দিনের ব্যবধানে আজ লেনদেন কমেছে ৩২ কোটি ১৯ লাখ টাকা।
ঢাকার পুঁজিবাজারে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির শেয়ার। কোম্পানিটির মোট ১৮ কোটি ৬৭ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। সোমবার ২৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়ে লেনদেন তালিকায় শীর্ষে ছিল টেকনো ড্রাগস লিমিটেড।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সবগুলো মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ সিকিউরিটিজের দর বৃদ্ধির পাশাপাশি এক্সচেঞ্জটির সার্বিক লেনদেনের পরিমাণও বেড়েছে। সিএসইর সার্বিক সূচক সিএসপিআই ৬৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪৩৪ পয়েন্টে উঠেছে। আর সিএসসিএক্স সূচকটি ৪৫ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৪৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে মোট ১৯১টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৯২টির দর বেড়েছে। কমেছে ৬৭টির। আর ৩২টির দর দিন শেষে অপরিবর্তিত ছিল। আজ এক্সচেঞ্জটির সার্বিক লেনদেন হয়েছে ১১ কোটি ৮৪ লাখ টাকা। আগের দিন ৮ কোটি ৬১ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছিল।