নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণে চিরুনি অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার অভিযানের ১২তম দিনে মোট ৪৬টি স্থাপনা পরিদর্শন করা হয়। এর মধ্যে চারটি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় চারটি মামলা দায়ের হয়। একই সঙ্গে ৪৫ হাজার টাকা জরিমানা করে তা আদায়ও করা হয়।
ডিএসসিসি’র দুটি ভ্রাম্যমাণ আদালত এদিন অঞ্চল-১ এর ২১নং ওয়ার্ডের হাতিরপুল ও পরীবাগ এলাকা এবং অঞ্চল-২ এর ১১নং ওয়ার্ডের শাহজাহানপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অঞ্চল-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল ও অঞ্চল-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান অভিযানে নেতৃত্ব দেন।
অঞ্চল-১ এর ভ্রাম্যমাণ আদালত ৩২টি স্থাপনা পরিদর্শন করেন। এ সময় তিনটি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল তিনটি মামলা দায়ের এবং ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
অঞ্চল-২ এর ভ্রাম্যমাণ আদালত ১৪টি স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শনকালে একটি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া যায়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান একটি মামলা দায়ের এবং ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।