প্রত্যয় স্পোর্ট ডেস্ক:করোনাভাইরাসের ভয়াল থাবায় থমকে গেছে গুটা বিশ্ব।ব্যাতিক্রম নয় বাংলাদেশ ও পাকিস্তান।করোনাভাইরাসের এমন লগ্নে আক্রান্ত এবং সাধারণ মানুষের পাশে দাড়াতে ইতোমধ্যে নিজের ক্রিকেট স্বারক নিলামে তুলেছেন অনেক দেশি বিদেশি ক্রিকেটার। তাদের তালিকায় প্রথমে রয়েছে ইংলিশ তারকা জস বাটলারের নাম।এছাড়াও ইতোমধ্যে নিলাম সম্পন্ন করে সেই অর্থ নিজের ফাউন্ডেশন “সাকিব আল হাসান ফাউন্ডেশনে” জমা করেছেন ক্রিকেট নক্ষত্র সাকিব আল হাসান।
সাকিব-বাটলারদের পথে এবার হাঁটছেন পাকিস্তানি টেস্ট কাপ্তান আজহার আলী।করোনার এই মহামারিতে সাধারণ মানুষ ও আক্রান্তদের পাশে দাড়াতে ইতোমধ্যে নিজের চ্যাম্পিয়নস ট্রফির সফলতম ব্যাটটি নিলামে তোলার ঘোষনা দিয়েছেন আজহার আলী।৷ উল্লেখ্য এই ব্যাট দিয়েই সফলতার সাথে শেষ করেছেন চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলো। যেখানে ৫ ম্যাচে ৩ অর্ধ-শতকের সাহায্যে করেছিলেন ২২৮ রান। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা ছাড়াও ওই ব্যাট দিয়ে ক্যারিয়ারের প্রথম ত্রিপল সেঞ্চুরি করেন তিনি।চ্যাম্পিয়নস ট্রফির সফলতা ছাড়াও এই ব্যাট দিয়েই তুলে নিয়েছিলেন ক্যারিয়ারের প্রথম ত্রিপল সেঞ্চুরি।
শুধু ব্যাট নয় এছাড়াও একই আসরের দলের সকল সদস্যের অটোগ্রাফ সম্বলিত জার্সিও থাকছে নিলামের তালিকায়।যার ভিত্তি মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ লক্ষ পাকিস্তানি রুপি।আগামী সোমবার থেকে শুরু হতে যাচ্ছে উক্ত নিলাম,যা চলমান থাকবে আগামী ৫ মে পর্যন্ত। যাতে বিড করার সুযোগ রয়েছে আজহার আলীর হোয়াটসঅ্যাপ নাম্বারে ও টুইটুারে।নিলামে নিজের ব্যাট ও জার্সির কথাটি নিশ্চিত করেছেন আজহার আলী নিজেই।এক টুইট বার্তায় তিনি বলেন ‘চলমান সঙ্কটের কারণে যারা ভুক্তভোগী তাদের সহায়তা করতে আমার পছন্দের দুটি জিনিস নিলামে তুলবো। যার ভিত্তিমুল্য রেখেছি ১০ লাখ পাকিস্তানি রুপি। নিলাম এখন থেকেই শুরু যা চলবে ৫ মে পর্যন্ত।’
এর আগে সর্বপ্রথম করোনা ক্রান্তিলগ্নে সহযোগিতায় নিজের বিশ্বকাপ জয়ি জার্সি নিলামে তুলেন ইংলিশ তারকা ব্যাটসম্যান জস বাটলার।একই পথে হেটেছিলেন ইংলিশ পেসার জেমস এন্ডাসন।নিজের ব্যাট-জার্সি ও উইকেট নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের ডান-হাতি এই পেসার।ইংলিশ ক্রিকেটারদের মতো বাংলাদেশের তারকা ক্রিকেটারেরাও ইতোমধ্যে নিজেদের ক্রিকেট সরাঞ্জামাদি নিলামে তুলার ঘোষণা দিয়েছেন।যাতে রয়েছে মাশরাফি, মুশফিক,এনামুল বিজয় ও আশরাফুলের মতো তারকা ক্রিকেটারেরা।এদের মাঝে ইতোমধ্যে নিলাম সম্পন্ন করেছেন সাকিব আল হাসান।তার বিশ্বকাপ মিশনের সফলতম ব্যাটটি বিক্রি হয়েছে ২০ টাকায়।যা ইতোমধ্যে পৌঁছে যাচ্ছে অসহায় ও করোনা আক্রান্ত রোগীদের মাঝে