স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান সিরিজকে সামনে রেখে আগেই অনুশীলন শুরু করেছিল বাংলাদেশ দল। তবে ছিলেন না প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। গতকাল শনিবার রাতে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন হাথুরু। ফেরার সময় অবশ্য মাইন্ড ট্রেনার অ্যালান ব্রাউনিকে সঙ্গে নিয়ে এসেছেন প্রধান কোচ।
এই মাইন্ড ট্রেনারের সঙ্গে আসন্ন এশিয়া কাপের আগে বাংলাদেশ দল পাবে একজন সাইকোলজিস্টও। আগামী আগস্টের ১১ তারিখ নতুন সাইকোলজিস্ট ডক্টর ফিলের বাংলাদেশে আসার কথা রয়েছ। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
তবে ব্রাউনির মতো ফিলও সাময়িকভাবে কাজ করবেন বলে জানিয়েছেন জালাল। বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরেই মনোবিদ নিয়োগ নিয়ে কথা-বার্তা চলছিল। সবশেষ প্রধান কোচ হয়ে হাথুরুসিংহের যোগ দেওয়ার পরই এবার সেটি বাস্তাবায়ন হতে যাচ্ছে।
এদিকে আজ (রোববার) জাতীয় দলের অনুশীলন শুরুর আগে একটি সেশন করেছেন ব্রাউনি। প্রায় ঘন্টাখানেক ধরেন মেন্টাল স্ট্রেন্থের এই সেশন চলে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।
এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..