কক্সবাজার সংবাদাতা:কক্সবাজারের টেকনাফ মডেল থানার সাবেক ওসি প্রদীপ , সাবেক পুলিশ পরিদর্শক লিয়াকত আলী এবং পুলিশের উপপরিদর্শক নন্দ দুলাল রক্ষিতকে আজ দুপুর ১টা ৫ মিনিটের সময় অবসরপ্রাপ্ত সেনা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে হত্যা আসামি কে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে গেছেন র্যাবের তদন্তকারী কর্মকর্তারা।
আজ শুক্রবার দুপুর ১টা ৫ মিনিটে র্যাব-১৫’র কার্যালয় থেকে তাদেরকে ঘটনাস্থলে নেয়া হয়। কড়া নিরাপত্তায় কক্সবাজার-টেকনাফ পুরাতন মহাসড়ক দিয়ে আসামিদের সেখানে নিয়ে যাওয়া হয়।
ঘটনাস্থলে রয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাবের সিনিয়র এএসপি খায়রুল ইসলাম, র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ল্যাফটেনেন্ট কর্নেল আশিক বিল্লাহ, র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক সারোয়ার বিন কাশেম ও র্যাব-১৫’র অধিনায়ক আজিম আহমেদসহ আরো অনেকে।
বলাবাহুল্য যে এর আগে, বেলা ১২টা ১০ মিনিটে শামলাপুর চেকপোস্ট থেকে সকল গনমাধ্যমের সংবাদ কর্মিদের সঙ্গে আলাপ করেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার।