স্পোর্টস ডেস্ক: থাইল্যান্ডের চিয়াং মাই শহরে থাইল্যান্ড আন্তর্জাতিক চেস ওপেন ২০২৩ আশিয়ান চেস সিরিজের মাস্টারস সেকশনে আজ ছিল চতুর্থ রাউন্ডের খেলা। বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান চীনের গ্র্যান্ডমাস্টার জু ইউয়িকে আজ ওয়াকওভার দিয়েছেন।
তিন রাউন্ড শেষে আড়াই পয়েন্ট নিয়ে ফাহাদ যুগ্মভাবে শীর্ষে ছিলেন । আজ চতুর্থ রাউন্ডে অংশগ্রহণ না করার কারণ সম্পর্কে থাইল্যান্ড থেকে তিনি বলেন, গতকাল রাত থেকে অসুস্থ হয়ে পড়ি। ফুড পয়জনিং হয়েছে সম্ভবত। এমন অবস্থা ছিল সকালে বিছানা থেকে উঠতে পারিনি। আয়োজকরা ফোন করলে বলে দিই খেলা সম্ভব নয়।
সকালে অসুস্থ থাকলেও সন্ধ্যার পর অবশ্য অনেকটা সুস্থ। আগামীকাল পঞ্চম রাউন্ডে খেলার ইচ্ছে রয়েছে। বাকি পাঁচ রাউন্ড থেকে সাড়ে চার পয়েন্ট পেলেও এই টুর্নামেন্ট থেকে ফাহাদের জিম নর্ম অর্জন সম্ভব নয় বলে জানালেন বাংলাদেশ দাবা ফেডারেশনের আন্তর্জাতিক বিচারক হারুনর রশীদ, ‘ জিএম নর্ম পেতে হলে সাত পয়েন্টর পাশাপাশি তিন জিএমকে মোকাবিলা করতে হয়। এই টুর্নামেন্টে খেলছেই তিন গ্র্যান্ডমাস্টার। এর মধ্যে একজনের সঙ্গে খেলতেই পারেনি ফলে সাত পয়েন্ট পেলেও নর্ম হবে না। ‘
ফাহাদও এই টুর্নামেন্টে নর্মের আশা ছেড়ে দিয়েছেন। বাকি পাঁচ রাউন্ড রেটিং বৃদ্ধির জন্য খেলবেন, ‘ জিম হতে হলে তিন নর্মের পাশাপাশি ২৫০০ রেটিং প্রয়োজন। এই টুর্নামেন্ট থেকে নর্ম অর্জনের আর সুযোগ নেই এখন রেটিং বৃদ্ধির জন্য খেলব ‘ বলেন ফাহাদ।
১৩ টি দেশের ৩ জন গ্র্যান্ডমাস্টার, ১ জন মহিলা গ্র্যান্ড মাস্টার, ৬ জন আন্তর্জাতিক মাস্টার ও ১১ জন ফিদে মাস্টারসহ মোট ৩৬ জন দাবাড়ু থাইল্যান্ডের টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন। এই টুর্নামেন্ট শেষে মালয়েশিয়ার টুর্নামেন্টের উদ্দেশ্যে রওনা হবেন ফাহাদ।