প্রত্যয় ডেস্ক, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন উন্নয়নের দিক দিয়ে অন্যতম। চকরিয়ার উপজেলার মধ্যে সর্বপ্রথম স্থানে রয়েছে,যার সিংহ ভাগ উন্নয়ন হয়
পশ্চিম বালুরচর- ষোলহিচ্ছার মধ্যে দিয়ে বয়ে যাওয়া ,ডুলাহাজারা টু বহুলতলী খেয়াঘাট সড়কে চিংড়ি ও লবণ শিল্পের জন্য বিখ্যাত উৎপাদন ও রপ্তানী মুখি এলাকার অন্যতম ।আরো উন্নতির জন্য যোগাযোগ ব্যাবস্থা উপর জোর দিয়েছে বতর্মান সরকার এর নিরিখে ব্রীজ-কালভার্ট নির্মাণ, গভীর নলকুপ স্থাপন, স্ট্রিট লাইট স্থাপনের জন্য ১৫ সেপ্টেম্বর বিকেলে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ।
তিনি জানান বর্তমানে সরকারের পক্ষ এই উন্নয়ন সম্ভব তাই এর ধারাবাহিকতায় রাস্তা ঘাটসহ ডুলাহাজারা-বহলতলী খেয়াঘাট পযর্ন্ত উন্নয়নের লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
রিপোর্টঃ মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু