প্রত্যয় ডেস্ক, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়া উপজেলায় সরকারি জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় ৫০.০০০টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বলেন, বিএমচর ইউনিয়নের বেতুয়া বাজার সংলগ্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের খাস খতিয়ানভুক্ত পোড়া মাতামুহুরী খালের জায়গা দখল করে একটি দখলবাজ চক্র বসতঘর নির্মাণ করে আসছিল। এই বিষয়টি প্রশাসনের নজরে আসার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজের নির্দেশনায় ১৪ সেপ্টেম্বর সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয় ।এতে বলা হয়েছে যে আগামী ০৭ দিনের মধ্যে অবৈধ স্থাপনা নির্মাণকারী নিজ উদ্যোগে ভেঙ্গে ফেলবে মর্মে মুচলেকাবদ্ধ করা হয় । ঐদিন উপজেলার বিএমচর মুবিনপাড়ায় খাল দখল করে গড়ে তোলা স্থাপনা ভেঙ্গে দেওয়া হয়। উল্লেখ্য একটি দখলবাজ চক্র খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে আসছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই অবৈধ স্থাপনাটি গুড়িয়ে দখলদার উচ্ছেদ করেন।
সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন উপজেলার বিএমচর ইউনিয়নের বেতুয়া বাজার সংলগ্ন এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় দখল উচ্ছেদ করে সরকারি খাস খতিয়ানভুক্ত খালের জায়গাও দখলমুক্ত করা হয়।
উচ্ছেদ অভিযানের সময় উপস্থিত ছিলেন, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবুল মনছুর, মাতামুহুরী পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রিপোর্টঃ মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু