প্রত্যয় ডেস্ক, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে মাসিক আইন-শৃংখলা ও মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে ।
১৪ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১১ টার সময়
এই মাসিক আইন-শৃংখলা কমিটির সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত বক্তারা বলেছেন- সেনাবাহিনীর অবঃ মেজর সিনহা মোঃ রাশেদ খান হত্যার পর থেকে টেকনাফে ইয়াবা চোরাচালান আশংকাজনকহারে বৃদ্ধি পেয়েছে। বেপরোয়া হয়ে উঠছে ইয়াবা চোরাকারবারীরা। চলমান এই নাজুক পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে চিহ্নিত ও বহিরাগত মাদক চোরাকারবারী ও সন্ত্রাসীদের আইনের আওতায় এনে পরিস্থিতি স্বাভাবিক করতে হবে।
বতর্মান সরকারের ঘোষণা অনুসারে মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের নিরিখে আরো অভিযান জোরদার করার মাধ্যমে কক্সবাজার জেলাকে মাদকদ্রব্য ও সন্ত্রাস মুক্ত করে তুলার বিকল্প নেই। এ লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা হয়।
মাসিক এই আইন -শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম। আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মোঃ শফিক মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহির হোসেন এমএ, বাহারছড়ার ইউপি চেয়ারম্যান মৌঃ আজিজ উদ্দিন, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, সাবরাং ইউপির প্যানেল চেয়ারম্যান শরীফ হোসেন, সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু ছৈয়দ, সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ, শাহপরীরদ্বীপ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সোনা আলী, উপজেলা কমিনিউটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক আব্দুল কালাম, কোস্টগার্ড, পুলিশসহ বিভিন্ন সরকারী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ। উক্ত সভায় টেকনাফ উপজেলার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বক্তারা মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযানের জোরদাবী জানান।
রিপোর্টঃ মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু