প্রত্যয় ডেস্ক, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ কক্সবাজার জেলার উখিয়া টেকনাফের সাবেক এমপি আবদুর রহমান বদির দূর্নীতি তদন্ত সাক্ষ্য গ্ৰহণের তারিখ নির্ধারণ করেছে দুর্নীতি দমন কমিশনের ( দুদক ) ।
অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযােগে দুর্নীতি দমন কমিশনের ( দুদক ) করা মামলায় কক্সবাজার -৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন বিজ্ঞ আদালত । আর এই চার্জ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মামলার বিচার কার্যক্রম শুরু হলাে । ১৩ সেপ্টেম্বর রবিবার চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ শেখ আশফাকুর রহমানের আদালত শুনানি শেষে চার্জ গঠন করে মামলাটির বিচার শুরুর করার আদেশ দেন । বদির বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয় সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের ফখরুদ্দিন আহমেদের সময় ।
সেটি ২০০৭ সালে তখন বদি টেকনাফ পৌরসভার মেয়র ছিলেন । আগামী ১৫ অক্টোবর থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে । এমনটাই জানিয়েছেন বদির আইনজীবী রফিকুল ইসলাম ।
রিপোর্টঃ মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু