ফারহানা ববি,ব্রাসেলস :
করোনা মহামারির তৃতীয় ধাপে আজ শনিবার থেকে বেলজিয়ামে আবারে কঠোর লকডাউন শুরু হলো। গত বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত লকডাউন শিথিল করা হলেও অক্টোবর থেকে এখন পর্যন্ত আংশিক লকডাউন চলমান ছিল। তবে করোনার তৃতীয়ধাপ মোকাবেলায় এবার যুক্ত হলো কঠোর নিষেধাজ্ঞা। অ-অপরিহার্য ব্যবসায় প্রতিষ্ঠান গুলো এখন থেকে কেবল এপয়েনমেন্টের মাধ্যমে গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হবে।নিত্যপ্রয়োজনীয় জিনিস আর ফার্মেসি বাদে বাকী সকল দোকান পাট বন্ধ ঘোষনা করা হয়েছে। যার মধ্যে রয়েছে সেলুন পার্লার, জীম এবং ইনডোর বা আউটডোর স্টেডিয়াম।উল্লেখ্য গত ১৩ ফেব্রুয়ারি এগুলো খোলার অনুমতি পেয়েছিল।
বিভিন্ন সেবাপ্রদান কারী প্রতিষ্ঠান যেমন কার ওয়াস স্টেশন, রিয়েল এস্টেট ওদের সেবা কার্যক্রম চালিয়ে যেতে পারবে। গত বুধবারে পরামর্শক কমিটির সমাবেশে এসব ব্যাপারে সিদ্ধান্ত হয়।দেশের বাইরে ভ্রমনের উপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করার পাশাপাশি ফ্যমিলি ভিজিট করার ক্ষেত্রে সদস্য সংখ্যা ১০ জন থেকে ৪ জনে নামিয়ে আনা হয়।
আরও পড়ুন : উইঘুর: সাংস্কৃতিক গণহত্যার নিকৃষ্টতম উদাহরণ