শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪১ অপরাহ্ন
ওয়েব ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান চলছে। অভিযানে এরইমধ্যে বিপুল সংখ্যক ককটেল, পেট্রোল বোমা, ধারালো অস্ত্র, মাদক উদ্ধার করেছে পুলিশ। এছাড়া এখন পর্যন্ত ২৯ জন আটক করা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল চারটা থেকে জেনেভা ক্যাম্পে এই মাদকবিরোধী অভিযান শুরু করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. ইবনে মিজান।
তিনি বলেন, জেনেভা ক্যাম্পে আমাদের বিশেষ মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। এখন পর্যন্ত ২৯ জনকে আটক করা হয়েছে। বিপুল সংখ্যক পেট্রোল বোমা, ধারালো অস্ত্র, মাদক উদ্ধার করা হয়েছে।
আমরা বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দিয়েছি। আমাদের এখানে নিয়মিত অভিযান চলমান রয়েছে বলেও জানান উপপুলিশ কমিশনার মিজান।