পৃথিবী চলমান আগের মতই
চলমান সকল প্রাণীজ
শুধু থমকে গেছে মানব
থমকে গেছে কর্ম প্রাণচাঞ্চল্য।
প্রতিদিনের ন্যায় ভোর হয়,
সূর্য ওঠে আবার অস্ত যায়
নেই কোন বাধা তার চলার গতিতে
শুধু থমকে গেছে মানব,
থমকে গেছে প্রাণচাঞ্চল্য।
গরু মাঠে যায়, ঘাস খায়
ফিরে আসে সন্ধ্যায় এতো নিয়ম
শুধু নিয়মগুলো পাল্টে গেছে
দূষিত রোগে আর শোকে
পাল্টে গেছে নিয়ম
পাল্টে গেছে মানব সভ্যতা।
মানুষগুলো আজ ঘরে থাকে
সময় দেয় পরিবারে
যার ছিলনা সময় একটুও
ব্যস্ততা আর কর্মে
আজ সে অলস, নিস্প্রাণ ঘরের কোনে
ভাবে কবে ভোর হবে
কবে আসবে নতুন দিন?
একদিন মানুষও ফিরে পাবে প্রাণ,
ফিরে পাবে সেই চাঞ্চল্য
উঠবে নতুন সূর্য, ভোর হবে
আলোকিত এই পৃথিবীর পরে
আনন্দিত, উল্লসিত হবে,
চিৎকারে, কান্নায় উঠবে ফুঁপিয়ে
হাত বাড়িয়ে, বুকে জড়িয়ে স্বাগত জানতে
সেই আলোকিত নতুন ভোরের অপেক্ষায়………