দইওয়ালা
জাহিরুল মিলন
দইওয়ালা ভাই দইওয়ালা যাচ্ছ তুমি কোথা?
পাগল করা দইয়ের গন্ধে যাচ্ছে ঘুরে মাথা।
একটু দাড়াও কিনতে যে চাই তোমার হাড়ির দই
মজা করে মেখে খাব দিয়ে বাড়ির খই।
পাতিল ভরা দই তুমি নিবে কত করে?
তাড়াতাড়ি দাওনা বাপু জিভের জল যায় ঝরে।
এই নাও দই, খাও তুমি বুঝিয়ে দিয়ে দাম
খেয়ে তুমি তৃপ্তি পাবে করবে আমার নাম।
দাও দাও, দাও আগে এই যে ধর আনা
এত স্বাদ তোমার দই ছিল না তো জানা।
কোথা থেকে আসো তুমি কোথা যাও চলে?
আসবে আবার কবে তুমি যাওনা বাপু বলে?
একটি পাতিল রোজ পেতে চাই দিবে কি না বলো?
পয়সা দিব বেশ কয়েকটা আমার সাথে চলো।