বিদ্যুৎ কর্মী
সারাটা দিন একমুহুর্ত সময়েও
কাজে যেন না থামি।
বিদ্যুৎ দপ্তর আমাদের নাম দিয়েছে,
এমার্জেন্সি বিদ্যুৎ কর্মী ।
ডাক্তার নার্স কোরোনা যোদ্ধা
দিচ্ছো পুষ্প বৃষ্টি, করছো কতো আদর।
দিনে রাতে কারনে অকারণে আমরা
শুনছি ছুঁচো বাঁদর।
আম্পান ঝড়ে গাড়ি, গাছপালা ভেঙেছে
পোল উল্টিয়ে করেছে ক্ষতি।
বিশ্বাস করুন এই কয়েকদিনে ঘুম নেই চোখে
করছে যথাসাধ্য অগ্রগতি।
প্রত্যেক কিলোমিটারে প্রায় সাতটি গাছ ভেঙেছে
উপরেছে অসংখ্য পোল।
পরিচ্ছন্ন না করে কারেন্ট অন করলেই
খালি হবে অসংখ্য মায়ের কোল।
ট্রান্সফারমার জলেছে পোল পড়েছে
ছিঁড়েছে অসংখ্য তার।
নতূন ভাবে ঠিক করে লাইন দিতে
সময়টাও একটু দরকার।
অসুবিধা বুঝি ঘরে নেই আলো
টিভি ফ্যান সব বন্ধ।
একটু সময় দিয়ে সহযোগিতা করুন
অকারণে করবেন না দ্বন্দ্ব।
কারেন্ট দিলেই লাইট জলবে, টিভি ফ্যান চলবে
হবেন যখন আনন্দে আত্মহারা।
খবরের চ্যানেলে নিশ্চয়ই দেখবেন
কয়েকজন বিদ্যুৎ কর্মী পড়েছে মারা।
অনুরোধ করছি একটু সময় দিন
বাড়িয়ে দিন সহযোগিতার হাত
পরিষেবা না দিয়ে বিশ্রাম করবো না
যতই হোক গভীর রাত।