মৃত্যুর মিছিল
মাহমুদ সালিম
চারদিক নিরব, নিস্তব্ধ।
কোথাও কোনো আওয়াজ নেই
করোনার ভয়ে মানুষ ভীত সন্ত্রস্ত।
চতুর্দিকে শুনি মৃত্যুর খবর…
এই অবনী পাড়ে একটাই শব্দ মৃত্যু
যার ভয়ে সবাই দৌড়ে পালাতে চায়
অথচ পালাবার কোন পথ নেই।
অবধারিত মৃত্যুর হাত থেকে বাঁচার, বাঁচানোর
যন্ত্র এখনো আবিস্কার হয় নি, হবেও না।
রোজ প্রতিদিন মৃত্যুর সংবাদ
নেতা, মন্ত্রী, মেজিস্ট্রেট কিংবা জনসাধারণ।
মৃত্যু মানেই গোসল শেষে তিনকাপড়ে বাঁধা।
সাড়ে তিন হাত মাটির অতল গহ্বর যার বাসস্থান।
আমি সবসময় ভাবি সেই মৃত্যুর কথা
ভেবে ভেবে ক্লান্ত হই
একদিন আমিও চলে যাব চিরতরে
মানুষ ডাকবে আমায় মরহুম বলে।
আমার রাজত্ব, বিবি বাচ্চা সবাই পর হবে
দিন কয়েক শোকাহত হবে।
অতঃপর অবধারিত মৃত্যুর মিছিল শুরু হবে আমার নামেও।
আমিও হব মৃত ব্যাক্তি, আমিও হব লাশ।
লাখাই, হবিগঞ্জ