সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন
আবার সুদিন আসবে
ইমরান ইমন
পৃথিবীটা আজ নেই ভালো,
নিভে গেছে জীবন সঞ্চারি আলো।
কত স্বপ্ন, কত আশা নিহত হলো,
কত সাজানো বাগান ধসে গেলো!
শুভ্র বাতাস আজ হয়ে গেছে কালো।
চারিদিক হতে ক্ষণে ক্ষণে
বইছে মহা ত্রাসের ধ্বনি,
প্রতিনিয়ত আমিও
মৃত্যুর জয় ডাক শুনি।
একদিন পৃথিবীটা আবার
প্রাণে ভ’রে উঠবে,
গোলাপ আবার তার
সুভাস দ্বারে দ্বারে পৌঁছে দিবে।
সেদিন হয়তো পৃথিবীটা
একটু বদলে যাবে।
কবি:ইমরান ইমন
শিক্ষার্থী: ইংরেজি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।