সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন
“শবে বরাত ঘিরে প্রার্থনা”
-ইমরান ইমন
আজ পবিত্র শবে বরাত,
খোদার দরবারে মোরা তুলি হাত।
দোয়া করি সবাই পরস্পরের জন্য,
কে জানে কার দোয়া
খোদার দরবারে হয় গন্য!
মহামারী করোনা ধূলিসাৎ হয়ে যাক,
পৃথিবীটা আবার প্রাণ ফিরে পাক।