নির্মল এস পলাশ কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে হাট-বাজার বন্ধ থাকায় বিপাকে পড়েছেন গ্রামের অসহায় খেটে খাওয়া মানুষজন। এই খেটে খাওয়া অসহায় মানুষদের পাশে নিজের দুই মাসের বেতনের টাকা দিয়ে খাদ্য সামগ্রী কিনে নিয়ে নিজ গ্রামের ৭৫ পরিবারের মধ্যে টেলা গাড়ি দিয়ে পৌছে দিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ইউএনও অফিসের চতুর্থ শ্রেণীর কর্মচারী আফতাব উদ্দিন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলার মাধবপুর ইউপির আফতাব উদ্দিনের নোয়াগাওঁ গ্রামের অহসহায় হতদরিদ্র মানুষদের বাড়ি বাড়ি গিয়ে ৭৫ পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রীগুলো পৌছে দেন এই চতুর্থ শ্রেণীর কর্মচারী আফতাব উদ্দিন।
আফতাব উদ্দিনের সাথে আলাপকালে তিনি বলেন, মানুষ মানুষের জন্য, এই কথা চিন্তা করে আমার ২ মাসের বেতনের টাকা দিয়ে আমার নিজ গ্রামের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি অনুরোধ করবো বৃত্তবান সবাই যাতে এই কঠিন বিপদের সময় অসহায় হতদরিদ্র মানুষদের পাশে এসে দাঁড়ায়।
এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা নুরুল মোত্তাকিন জুনাইদ,কমলগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক মোস্তাফিজুর রহমান,সাংবাদিক আসহবুজ্জামান শাওন, সালাউদ্দিন শুভ, রুহুল ইসলাম হৃদয়।