নিজস্ব প্রতিনিধি: করিমগঞ্জ উপজেলার হাজারো দুস্থ ও অসহায়দের পাশে থেকে অন্ন, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করে যাচ্ছেন গণমানুষের বন্ধূ এরশাদ উদ্দিন। নিজের শত ব্যস্ততার মাঝেও গ্রামের মানুষের কথা চিন্তা করে অসহায় মানুষের হাসি ফুটাতে নিস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন।
প্রতিবারের মতো এবারো রমজান মাসে প্রতিদিন একশত পরিবার দশ টাকায় এক লিটার করে দুধ ক্রয় করেন এরশাদ উদ্দিনের প্রতিষ্ঠিত জেসি এগ্রো ফার্ম থেকে যা সারা দেশে প্রশংশিত হয়। করিমগঞ্জের রৌহায় অবস্থিত ফার্মটিতে বানিজ্যিকভাবে নানান জাতের গরু প্রাকৃতিক খাবারের মাধ্যমে মোটাতাজা করে কোরবানীর ঈদে বিক্রয় করেন, দেশের বিভিন্ন জায়গার ক্রেতারা হালাল পশু ক্রয় করতে আসেন জেসি এগ্রো ফার্মে।
রমজানজুড়ে এরশাদ উদ্দিন মানবকল্যাণ ফাউন্ডেশান ইফতার বিতরণ করে।অসহায় মানুষের পাশে দাড়াঁনোর সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ও শুক্রবার করিমগঞ্জ উপজেলার হাজার অসহায় পরিবারের সদস্যদের মাঝে শাড়ি, লুঙ্গি ও শিশুদের নতুন জামা কাপড় এবং ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রী (চাল, তেল, পেয়াজ, আলু, সেমাই , চিনি ও দুধ) বিতরন করার মাধ্যমে ঈদ আনন্দ ভাগ করে নেন এরশাদ উদ্দিন।
আলহাজ্ব এরশাদ উদ্দিন বলেন, আসলে দুঃসময়ে সবারই নিজ নিজ অবস্থান থেকে যারা বিপদগ্রস্ত তাদের পাশে দাঁড়ানো উচিত। আমি এই মানবিক দায়বদ্ধতা থেকেই এই কাজটি করে যাচ্ছি। বাহবা বা প্রচার পাওয়ার উদ্দেশ্য থেকে কাজটি করছি না বলেই এ ব্যাপারে গোপনীয়তা রক্ষা করছি।