প্রত্যয় স্পোর্টস ডেস্ক: মহামারী করোনাভাইরাসের কারণে চলতি বছরে ঘরোয়া এবং আন্তর্জাতিক অনেক টুর্নামেন্ট স্থগিত হয়েছে। এবার বাতিল হল ব্যালন ডি’অর পুরস্কারও। করোনাভাইরাসের কারণে বিশ্বের সেরা ফুটবল পারফরমারের সবচেয়ে আকাঙ্খিত পুরস্কার, ব্যালন ডি’অর বাতিল করা হয়েছে।
ব্যালন ডি’অর পুরস্কার দেয়া ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিন তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ১৯৫৬ সালে প্রবর্তনের পর থেকে ইতিহাসে এই প্রথম ব্যালন ডি’অর পুরস্কারটি দেয়া হবে না। করোনার কারণেই এমন সিদ্ধান্ত নেয়া। বিশ্বের এ স্বাস্থ্য সঙ্কটের মধ্যে আমরা ব্যালন ডি’অর পুরস্কার দিতে চাইছি না।
ওই বিবৃতিতে আর জানানো হয়, সারা বিশ্বের (পুরুষ ও নারী মিলিয়ে) আমাদের ২২০ জন বিচারক। করোনার এই সময়ে তারা অন্য বিষয়ে গুরুত্ব দিতে গিয়ে হয়তো খেলায় তেমন মনোযোগ দিতে পারেননি। তাদের পর্যবেক্ষণও তাই অন্য রকম হতে পারে। আমরা এবছর ব্যালন ডি’অর পুরস্কার দিতে চাই না।