রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন
দৈনিক প্রত্যয় ডেস্ক:করোনা পরিস্থিতির কারণে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল IPL। পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখে সেপ্টেম্বর-অক্টোবরে IPL-এর চেষ্টা নিয়ে আলোচনা হবে। বুধবার সকালে ৮ ফ্র্যাঞ্চাইজিকে এমনই তথ্য জানিয়ে দিল BCCI। প্রসঙ্গত, ১৫ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল চলতি বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League)।
কুড়ি-বিশের মারকাটারি টুর্নামেন্ট নিয়ে বুধবার যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, তার ইঙ্গিত দিয়েছিলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। আজ IPL কমিটির বৈঠকের পর ফ্র্যাঞ্চাইজিদের নতুন সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন টুর্নামেন্টের CEO। করোনাভাইরাস (Coronavirus) সংক্রমণের অতিমারী (Pandemic) পরিস্থিতি মিটলে, বছর শেষে টুর্নামেন্টের বিষয়ে সিদ্ধান্ত নেবে BCCI।
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, IPL না হওয়া, ভারতীয় বোর্ডের পক্ষে বড় ধাক্কা হতে চলেছে। স্পনসর ও টিভি স্বত্ব কেনা স্টার স্পোর্টসও বিপুল ক্ষতির মুখে পড়তে পারে।
প্রসঙ্গত, করোনাভাইরাসের দাপটে বিশ্ব জুড়ে বেশ কিছু আন্তর্জাতিক টুর্নামেন্ট বতিল হয়েছে বা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে। উইম্বলডনের মতো টুর্নামেন্ট বাতিল করা হয়েছে।