1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

করোনার চিকিৎসায় ফেভিপিরাভির:-জনমনে কিছু প্রশ্ন ????

  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ২২৩ Time View

[করোনার ভ্যাক্সিন আর এন্টিভাইরাল ঔষধ নিয়ে ভুল ধারনা]
————————————————-
করোনার ভ্যাক্সিন আর করোনার এন্টিভাইরাল ঔষধ নিয়ে চিকিৎসক ছাড়া অন্যদের মাঝে স্পস্ট ধারনা না থাকারই কথা। অনেকেই ভেবে নিয়েছেন যে বাংলাদেশে যে Favipiravir ঔষধটি নিয়ে সরকারী নির্দেশে ট্রায়ালের কার্যক্রম চলছে সেটা বোধহয় করোনার ভ্যাক্সিন।
নিচের লেখাটা পড়লে ধারনা অনেকটাই ক্লিয়ার হবে বলে আশা করা যায়:-

[]ভ্যাক্সিন :- ভ্যাক্সিন মানে হলো টীকা।টীকা দেয়া মানে হলো, টীকা দিলে আপনার শরীর আগে থেকেই নির্দিষ্ট কোন রোগের বিরুদ্ধে প্রতিরোধ তৈরী করে রাখে।যেন রোগটি শরীরে প্রবেশ করতে না পারে।অর্থাৎ এডভান্স প্রটেকশন।
যেমন-হাম, পলিও,টিটেনাস ইত্যাদির টীকা।

[]এন্টিমাক্রোবিয়াল ঔষধ:- এন্টিমাইক্রোবিয়াল ঔষধ হলো জীবানু নিবারক/নাশক ঔষধ যা শরীরে জীবানু প্রবেশ করে রোগ তৈরী করার পর ব্যাবহার করা হয়।যেমন-এন্টিবায়োটিক, এন্টিভাইরাল,এন্টি ফাংগাল, এন্টি প্রটোজোয়াল।
এক্ষেত্রে প্রথমে জীবানু শরীরে প্রবেশ করে রোগ তৈরী করে।তারপর মানুষ নির্দিষ্ট রোগে আক্রান্ত হওয়ার পর যে ঔষধগুলি ব্যাবহার করে রোগ জীবনুকে বিনাশ করে রোগ সাড়ানো হয় তাকে এন্টিমাক্রোবিয়াল ঔষধ বলা হয়।

#সহজ ভাষায় ,
>টীকা দিলে জীবানুটি শরীরে ঢুকে রোগ তৈরীই করতে পারে না।
>আর শরীরে জীবানু ঢুকে রোগ তৈরী করার পর সেই জীবানুটি মারার জন্য যে ঔষধ ব্যবহার করা হয় তাকে এন্টিমাইক্রোবিয়াল ড্রাগ বলে।এই হলো পার্থক্য।

#করোনা ভাইরাসের টীকা আবিস্কৃত হয় নি।
কিন্তু কিছু এন্টিমাইক্রোবিয়াল/এন্টিভাইরাল ঔষধ দিয়ে জীবনুটি ধ্বংস করা যায় কিনা সেই ট্রায়াল চলছে।
Favipiravir হলো সেই এন্টিমাইক্রোবিয়াল/এন্টিভাইরাল ঔষধ যা করোনা রোগীদের চিকিৎসায় কাজে লাগানোর জন্য জাপান, বাংলাদেশসহ আরো অনেক দেশে ট্রায়াল চলছে।
Favipiravir কোন টীকা নয়।

তবে বিজ্ঞানীরা করোনার টীকা আবিষ্কারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।আশা করি খুব শীগ্রই সুখবর অসবে।

আশা করি সর্বসাধারনের বুঝতে সুবিধা হবে এবার।

ডা:রনক
জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট।
ঢাকা, বাংলাদেশ।
১২-০৪-২০২০

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..