প্রত্যয় প্রবাস ডেস্ক : মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমনে নিউইয়র্ক সহ গোটা যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটিতে মৃতের সংখ্যা বাড়ছে। প্রবাসীর অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন চট্টগ্রাম ইউএসএ র সভাপতি সহ অর্ধ ডজন বাংলাদেশীর।
যুক্তরাষ্ট্র চট্টগ্রাম সমিতির সভাপতি আবদুল হাই জিয়া আর নেই। গত ৭ ডিসেম্বর সোমবার নিউইয়র্কের স্থানীয় সময় রাত ১১টার দিকে এষ্টোরিয়ার মাউন্ট সাইনাই হাসপাতালে মারা যান তিনি। আবদুল হাই জিয়া কার্ডিয়াক এরেষ্ট হয়ে গত ৬ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন । হাসপাতালে ভর্তির পর তার কোভিড-১৯ পজিটিভ আসে। আর হাসপাতালে ভর্তির ২৪ ঘন্টারও কম সময়ে তিনি মৃত্যুবরণ করেন। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সন্তান। তিনি নিউইয়র্ক মহানগর আওয়ামীলিগের উপদেষ্টা।
আমারিকার বাংলা কম্যুনিটির অত্যন্ত পরিচিত মুখ, লং আইল্যান্ড সিটি হাইস্কুলের অধ্যাপক, চট্টগ্রাম সমিতির প্রতিষ্ঠাতা সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের আজীবন সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের উপদেষ্টা ও নিউইয়র্ক সিটির স্কুল কারিকুলামে বাংলা ভাষা অন্তর্ভুক্তির উদ্যোক্তা অধ্যাপক আবুল কামাল আজাদ। প্রায় তিন সপ্তাহ আগে অধ্যাপক আবুল কালাম আজাদ তার মেয়ের বিয়েতে যোগ দিয়ে করোনায় আক্রান্ত হন।