প্রত্যয় ডেস্ক: কোভিড -১৯-এর কারণে বেলজিয়ামের ৫ শতাধিক পুলিশ কর্মকর্তা কোয়ারেন্টিনে গিয়েছেন। ইউনিয়ন কর্মীদের সংকট সম্পর্কে সতর্ক করে এবং পুলিশকে অগ্রাধিকারের পরীক্ষামূলক দল করার দাবি জানিয়েছে। ফেডারাল পুলিশ প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে , ১৯ অক্টোবর থেকে এ পর্যন্ত ৫৫৭ অফিসার হোম কোয়ারেন্টাইনে ছিলেন।
যারা বাড়িতে ছিলেন তাদের মধ্যে প্রায় অর্ধেক (২৮২) কোভিড -১৯-এ আক্রান্ত এবং বাকিরা সংক্রামিত ব্যক্তির সাথে চলাফেরা করায় নিজ উদ্যেগে হোম কোয়ারেন্টাইনে আছেন। এত বিপুল সংখ্যক পুলিশ আক্রান্ত হওয়ায় বেলজিয়ামজুড়ে স্থানীয় প্রশাসনকে খুবই উদ্বেগের মধ্যে ফেলে দিয়েছে।
এ ব্যপারে বেলজিয়ামের শীর্ষ স্থানীয় এক মন্ত্রী বলেন বলেছেন, এটি স্পষ্ট যে এখন দেশে করোনার নতুন ঢেউ শুরু হয়েছে। আমাদের সক্ষমতা অনুযায়ি আমরা যথাসাধ্য চেষ্টা করবো এটি নির্মূল করার।