রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩ অপরাহ্ন
ওয়েব ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের ভর্তির ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সুবিধা বা পোষ্য কোটা স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল রেখেছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের বাসায় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। বিকেল ৫টার পর সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতেখারুল আলম মাসউদ। এ সময় তিনি পোষ্য কোটা স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল রাখার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সিন্ডিকেট সভায় প্রাতিষ্ঠানিক সুবিধায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের ভর্তি স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। পাশাপাশি শনিবার জুবেরী ভবনে শিক্ষকদের লাঞ্ছিত করার যে ঘটনা ঘটেছে, তা তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য সিন্ডিকেট একটি তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি বিচার বিভাগীয় তদন্তও হবে।
ইফতেখারুল আলম মাসউদ আরও বলেন, গতকাল প্রাতিষ্ঠানিক সুবিধায় ভর্তি স্থগিতের যে ঘোষণা করা হয়েছে, সেই বিষয়টি সিন্ডিকেটকে জানানো হয়েছে। সিন্ডিকেট এই সিদ্ধান্তের প্রতি সমর্থন দিয়েছে। প্রাতিষ্ঠানিক সুবিধায় আজ থেকে ভর্তি কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। এটা আমরা শুরু করছি না। আমাদের সংশ্লিষ্ট বডিগুলোতে সকল পক্ষের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হবে।
জুবেরী ভবনে শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনাকে নজিরবিহীন ঘটনা উল্লেখ করে তিনি বলেন, গতকাল একজন উপ-উপাচার্য এভাবে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। এ জন্য সিন্ডিকেট নিন্দা জ্ঞাপন করেছে। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এছাড়া নিরপেক্ষ তদন্তের জন্য সিন্ডিকেট বিচার বিভাগীয় তদন্তেরও সিদ্ধান্ত নিয়েছে।