প্রত্যয় ডেস্ক: ভারতে ক্রমেই জটিল হচ্ছে করোনা পরিস্থিতি। দিনদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। প্রতিদিন শনাক্তে রেকর্ড পার করে চলেছে দেশটি। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৯৫৬ জন। ফলে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে পৌঁছেছে ৩ লাখ ১ হাজার ৫৩৫ জনে। ইতোমধ্যে করোনা আক্রান্তের নিরিখে বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত।
পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যকে গত ২৪ ঘণ্টায় পার করেছে ভারত। যুক্তরাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯২ হাজার ৫৮৮ জন। করোনা আক্রান্তের নিরিখে এক নম্বরে রয়েছে আমেরিকা। দুই ও তিন নম্বরে রয়েছে যথাক্রমে ব্রাজিল ও রাশিয়া। রাশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ৫ লাখের ওপরে। আমেরিকায় সংখ্যাটি ২০ লাখেরও বেশি। ভারতে গত মে মাসের ২৮ তারিখের পর থেকে ব্যাপকভাবে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। গত ২৮ মে করোনা সংক্রমণের নিরিখে ভারত ছিল বিশ্বের মধ্যে দশম স্থানে। তারপর মাত্র ১৫ দিনে বিশে^র মধ্যে করোনা আক্রান্ত দেশের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত।
এখন প্রতিদিন বাড়তে থাকায় গড়ে ১০ হাজারের মানুষ করোনা আক্রান্ত হচ্ছে। আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ৩৫০ জন করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে ভারতে। ভারতে এখনও পর্যন্ত প্রায় ৮ হাজার ৫০০ জনের কাছাকাছি মানুষ করোনায় মারা গেছে। তথ্য বলছে, দেশটিতে চলতি জুন মাসেই সব থেকে বেশি করোনা আক্রান্তের ঘটনা ঘটেছে।
করোনা আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশ সংক্রমণ ছড়িয়েছে লকডাউন শিথিল করার পর থেকেই। ভারতে করোনা আক্রান্তের নিরিখে সব থেকে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্র রাজ্যে। মহারাষ্ট্রে মতো করোনা সংক্রামিত হয়েছে ৯৭ হাজার ৬৪৮ জন। যার মধ্যে মুম্বাইয়ে আক্রান্ত হয়েছে ৫৪ হাজার প্রায়। মারা গেছে প্রায় ২ হাজার জন। বৃহস্পতিবার মহারাষ্ট্রে রেকর্ড করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এদিন নতুন করে করোনা সংক্রামিত হয়েছে ৩৬০৭ জন। মারা গেছে ১৫২ জন। ইতোমধ্যে করোনা আক্রান্তের নিরিখে কানাডাকে ছাপিয়ে গেছে শুধু মহারাষ্ট্র রাজ্য।