নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভতি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। শ্বাস-প্রশ্বাসে কিছুটা সমস্যা থাকলেও তিনি স্বাভাবিক খাওয়া-দাওয়া করছেন। সেখানকার চিকিৎসকরা সার্বক্ষণিক তার চিকিৎসায় নিয়োজিত আছেন। শনিবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশিরউল্লাহ এ তথ্য জানান।
এর আগে করোনাভাইরাসে আক্রান্ত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে গত শুক্রবার সিএমএইচে ভর্তি করা হয় বলে জানান আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। আইনমন্ত্রী বলেন, ‘করোনা আক্রান্ত হয়ে সিএমএইচে চিকিৎসাধীন অ্যাটর্নি জেনারেলের শারীরিক অবস্থা গুরুতর নয়। তবে চিকিৎসকরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন। আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
উল্লেখ্য, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়া সিনিয়র আইনজীবী এসএম মুনির গত ৩ সেপ্টেম্বর বিকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করতে যান। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের নেতৃত্বে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মোমতাজউদ্দিন ফকির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলসহ শতাধিক আইনজীবী এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে উনার করোনায় আক্রান্ত বিষয়টি ধরা পড়ে।