নিজস্ব প্রতিবেদক: করোনায় দীর্ঘদিন বন্ধ ছিলো রেল চলাচল। আর সেই সাথে স্টেশনগুলোও। এবার বন্ধ রাখার প্রায় সাড়ে পাঁচ মাস পর খুলে দেয়া হল ঢাকার বিমানবন্দর রেলস্টেশনসহ জয়দেবপুর ও নরসিংদী স্টেশন। আজ বৃহস্পতিবার সকাল থেকে সব ট্রেন যাত্রাবিরতি করছে এসব স্টেশনে। এছাড়া বন্ধের সময় গুরুত্বপূর্ণ কিছু সংস্কার ও প্ল্যাটফর্ম উঁচু করা হয়েছে কয়েকটি স্টেশনে।
বিমানবন্দর স্টেশন খুলে দেওয়ার ফলে এখন থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ এই স্টেশনে যাত্রী ওঠা-নামা করতে পারবেন।
এছাড়াও জয়দেবপুর ও নরসিংদী স্টেশনও খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই এই তিন স্টেশনে সব আন্তঃনগর, কমিউটার, মেইল ট্রেন যাত্রাবিরতি দিচ্ছে। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়লে গত ২৬ মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। দুই মাস পর ৩১ মে থেকে সীমিত পরিসরে ট্রেন চালু করা হলেও বিমানবন্দর স্টেশন খুলে দেওয়া হয়নি।