মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত (২৬ নভেম্বর) মোট মৃত্যুবরণকারী রোগীর সংখ্যা ছয় হাজার ৫২৪ জন। তাদের মধ্যে পুরুষ পাঁচ হাজার ৭ (৭৬ দশমিক ৭৫ শতাংশ) ও নারী এক হাজার ৫১৭ জন (২৩ দশমিক শূন্য ২৫ শতাংশ)।
বয়সের পরিসংখ্যান অনুসারে বিভিন্ন বয়সী নারী ও পুরুষদের মধ্যে ৪০ বছরের বেশি বয়স যাদের তাদের মৃত্যুঝুঁকি অনেক বেশি। দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ। বৃহস্পতিবার পর্যন্ত মোট মৃত ছয় হাজার ৫২৪ জনের মধ্যে ৪০ বছরের বেশি বয়সী ৯১ দশমিক ২৮ শতাংশ। অবশিষ্ট মাত্র আট দশমিক ৭২ শতাংশের বয়স ৪০ বছরের কম।
বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সূত্র জানায়, বয়স বিবেচনায় সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে ষাটোর্ধ্বরা। মোট মৃত ছয় হাজার ৫২৪ জনের মধ্যে সর্বোচ্চ সংখ্যক তিন হাজার ৪৫৯ জনের বয়স (৫৩ দশমিক ০২ শতাংশ) ৬০ বছরের বেশি। সবচেয়ে কম মৃত্যু শূন্য থেকে ১০ বছর বয়সী ৩১ জন ( শূন্য দশমিক ৪৮ শতাংশ)। এছাড়া দশোর্ধ্ব ৫২ জন (শূন্য দশমিক ৮০ শতাংশ), বিশোর্ধ্ব ১৪৫ জন (দুই দশমিক ২২ শতাংশ, ত্রিশোর্ধ্ব ৩৪১ জন (পাঁচ দশমিক ২৩ শতাংশ), চল্লিশোর্ধ্ব ৭৯৩ জন (১২ দশমিক ১৬ শতাংশ), পঞ্চাশোর্ধ্ব এক হাজার ৭০৩ জন (২৬ দশমিক ১০ শতাংশ) এবং ষাটোর্ধ্ব তিন হাজার ৪৫৯ জন (৫৩ দশমিক ০২ শতাংশ)।