ওয়েব ডেস্ক: দেশের সরকারি হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত নার্স ও মিডওয়াইফরা করোনাভাইরাসে আক্রান্ত হলে বিনামূল্যে ফুলকোর্স ওষুধ দেবে বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
বৃহস্পতিবার (২৯ জুলাই) নার্সিং মিডওয়াইফারি অধিদফতরের সিদ্দিকা আক্তারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে বাংলাদেশের সকল সরকারি হাসপাতাল ও
শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত নার্স ও মিডওয়াইফরা কোভিড ১৯-এ আক্রান্ত হলে পরিবারের সদস্যসহ উক্ত নার্স ও মিডওয়াইফদের চিকিৎসার প্রয়োজনীয় ওষুধের ফুলকোর্স সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। সেবা নিতে ইচ্ছুকদের বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের স্থানীয় এজেন্ট অথবা বীকনের সিনিয়র ভাইস প্রেসিডেন্টের (মার্কেটিং) সঙ্গে যোগাযোগ করতে বলা হলো।
কোভিড-১৯ মহামারি সময়কালে নিবেদিত নার্স ও মিডওয়াইফদের জন্য এ উদ্যোগ নেওয়ার জন্য নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের পক্ষ থেকে বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিমকে বিজ্ঞপ্তির মাধ্যমে ধন্যবাদ জানানো হয়।