রাঙামাটি প্রতিনিধি: সারাদেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটিতেও কভিড-১৯ টিকার চতুর্থ ডোজ দেয়া শুরু হয়েছে। আজ বুধবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে রাঙামাটি জেনারেল হাসপাতালে পুরোদমে টিকাদান কার্যক্রম শুরু হয়। এর আগে মঙ্গলবার দেশের অন্যান্য জেলায় টিকাদান কার্যক্রম শুরুর একদিন পর রাঙামাটিতে শুরু হলো।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, ৬০ বছরের বয়স্ক ও সম্মুখসারীর যোদ্ধাদের টিকার চতুর্থ ডোজ দেয়া হচ্ছে। চতুর্থ ডোজে সকলকে ফাইজারের টিকা দেয়া হবে।
এদিকে সকালে রাঙামাটি জেনারেল হাসপাতালের টিকাকেন্দ্রে সরেজমিন গিয়ে দেখা গেছে, কেন্দ্রে টিকা প্রত্যাশীদের উপস্থিতি ছিল খুবই কম।অধিকাংশ সময়ে টিকা প্রদানকারীদের অলস সময় পার করতে দেখা গেছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট ১৭ জনকে চতুর্থ ডোজ প্রদান করা হয়।
চতুর্থ ডোজ টিকাদানের বিষয়টি প্রচারের অভাবের কারণেই মূলত টিকা প্রত্যাশীদের সংখ্যা কম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এমনকি চতুর্থ ডোজ প্রদান সম্পর্কে কোনো কিছুই জানতেন না বলে জানিয়েছেন রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর। তিনি বলেন, টিকা কার্যক্রম শুরু হচ্ছে কীনা বা কখন থেকে দেয়া এ বিষয়ে কোনো তথ্যই আমার জানা নেই।
হাসপাতালে টিকা গ্রহণকারী সমরেশ চাকমা বলেন, সকালে জানতে পেরেছি চতুর্থ ডোজ দেয়া হচ্ছে।আগে থেকে জানতাম না যে আজ টিকা দেয়া হবে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের এমআইএস অফিসার আরিফুল মাওলা বলেন, আজ থেকে পুরোদমে চতুর্থ ডোজ টিকাদান শুরু হয়েছে। তবে উপস্থিতি খুবই কম, মানুষ এখনো জানেন না তাই উপস্থিতি কম। তবে দুই-তিন পর থেকে উপস্থিতি বাড়বে বলে প্রত্যাশা করেন তিনি।