আবাসিক শিক্ষার্থীর পাশাপাশি অনাবাসিক শিক্ষার্থীদেরও কোভিড-১৯ টিকার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা মোতাবেক, চবির সব শিক্ষার্থীর নামের তালিকা ও জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
টিকা নিতে আবাসিক/অনুমতিপ্রাপ্ত ও অনাবাসিক শিক্ষার্থীদের আগামী ৬ মার্চের মধ্যে পৃথক অনলাইন ফরম পূরণ করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এম এম মনিরুল হাসান স্বাক্ষরিত পৃথক দুই বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।
এ বিষয়ে রেজিস্ট্রার বলেন, ‘ইউজিসির সিদ্ধান্ত অনুযায়ী চবির আবাসিক ও অনাবাসিক সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হবে। এজন্য আমরা আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের নির্ধারিত ফরম পূরণ করতে বলেছি। আগামী ৬ মার্চের মধ্যে এই ফরম পূরণ করতে হবে।’
অনাবাসিক শিক্ষার্থীদের orms.gle লিংকে এবং আবাসিক/অনুমতিপ্রাপ্ত শিক্ষার্থীদের forms.gle/BNd4mFDUej6M8HeL9 লিংকে তথ্য প্রদানের জন্য বলা হয়েছে।