রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ খেলতে আপাতত রায়পুরে রয়েছেন তিনি। আগের ম্যাচে বিরেন্দর শেবাগের সঙ্গে জুটি বেঁধে হারিয়েছেন বাংলাদেশ লিজেন্ডসদের। আজ (মঙ্গলবার) খেলেছেন কেভিন পিটারসনদের ইংল্যান্ড লিজেন্ডসদের বিপক্ষে।
তার আগে দারুণ খোশমেজাজে ধরা দিলেন শচিন টেন্ডুলকার। ভ্যাকসিন প্রয়োগ চলছে এরই মধ্যে। তবুও সতর্কতা স্বরূপ ম্যাচের আগে করোনা টেস্ট করা হয়। আর সেই করোনা টেস্ট করতে গিয়েই স্বাস্থ্যকর্মীর সঙ্গে এমন ঠাট্টা-মশকরায় মাতলেন মাস্টার-ব্লাস্টার যে, প্রাথমিকভাবে ভয়ই পেয়ে গেলেন ওই স্বাস্থ্যকর্মীরা।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় নিজেই মজার সেই ভিডিও পোস্ট করেছেন ভারতের ক্রিকেট কিংবদন্তী। যেখানে দেখা যাচ্ছে, একজন স্বাস্থ্যকর্মী কোভিড পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য শচিনের নাকে বাডস ঢোকানোর পর হঠাৎই যন্ত্রণায় কাতরানোর অভিনয় করেন মাস্টার-ব্লাস্টার। ঘটনার আকস্মিকতায় ক্ষণিকের জন্য ওই স্বাস্থ্যকর্মী হকচকিয়ে গেলেও এরপর হেসে ফেলেন শচিন। আর শচিনের এই কান্ড দেখে হেসে ওঠেন সেখানে উপস্থিত অন্যরাও।
এরপর ওই স্বাস্থ্যকর্মীকে মজার ছলে শচিন জিজ্ঞেস করেন, ‘চিন্তা আপনার না আমার?’
পুরো ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করেন শচিন। এরপর ক্যাপশনেও মজা করেন আন্তর্জাতিক ক্রিকেটে একশটি শতরানের মালিক। শচিন লেখেন, ‘আমি জীবনে ২০০টি টেস্ট খেলেছি এবং কোভিড টেস্ট ২৭৭। পরিবেশ হালকা করতে সামান্য ঠাট্টা করলাম। আমাদের স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করি, মহৎ উদ্দেশ্যের জন্য আমাদের খেলতে সাহায্য করার জন্য।’
উল্লেখ্য, গত শুক্রবার বাংলাদেশ লিজেন্ডসদের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়েছিল শচিন টেন্ডুলকার নেতৃত্বাধীন ইন্ডিয়া লিজেন্ডস। বাংলাদেশকে ১০৯ রানে অল-আউট করে দেওয়ার পর কোনো উইকেট না হারিয়েই লক্ষ্যমাত্রায় পৌঁছে গিয়েছিল ইন্ডিয়া লেজেন্ডস।
তাও আবার মাত্র ১০.১ ওভারে। ওই ম্যাচে ২৬ বলে ৩৩ রানে অপরাজিত ছিলেন শচিন টেন্ডুলকার। তবে বিধ্বংসী মেজাজে ধরা দেন বিরেন্দর শেবাগ। মাত্র ৩৫ বলে ৮০ রান করেন তিনি।