1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

করোনা হলেই মৃত্যু নয়, সাফ জানালেন সুস্থ অশোক ভট্টাচার্য

  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ১৫৮ Time View

বিশেষ প্রতিবেদন,কলকাতা:শেষ করোনা পরীক্ষার রিপোর্টও নেগেটিভ এলো বিধায়ক তথা শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক অশোক ভট্টাচার্যের। পুরোপুরি সুস্থ হয়ে এবার বাড়ি ফিরে যাওয়ার অপেক্ষায় তিনি। সপ্তাহ তিনেক আগে অসুস্থ হয়ে পড়েন তিনি। করোনা পরীক্ষা রিপোর্ট পজিটিভ আসলে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সুস্থ হওয়ার জন্য তিনি চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী এবং শুভানুধ্যায়ীদের অকুণ্ঠ প্রশংসা করলেন।

শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায়ও নিজের সুস্থ হয়ে ওঠার কথা লিখেছেন তিনি। লিখেছেন, ‘প্রায় ২০ দিন করোনা সংক্রমণে অসুস্থ ছিলাম। কয়েকদিন আগে আমার করোনা পরীক্ষা হয়। পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। এখন অপেক্ষা করছি বাড়ি ফেরার জন্য। চিকিৎসকরা অনুমতি দিলেই এবার বাড়ি ফিরব।’ এদিন তিনি এই অতিমারি সম্পর্কে অনেক কথাই খোলাখুলি বলেন। বলেন, ‘এতদিন কোভিড–১৯ ভাইরাস নিয়ে নানা প্রচারের কথা শুনেছি। কিন্তু এই রোগে আক্রান্ত হওয়ার পর বুঝতে পারলাম ব্যাপারটা। বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে বুঝেছি, করোনা হওয়া মানেই মৃত্যু নয়।’ তাই এই সংক্রমণকে ভয় না পেয়ে তিনি স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন সকলকে। তিনি পরিষ্কার বলেছেন, ‘মরার আগে মরব কেন? লড়াই করতে হবে। লড়াই করার মানসিকতাটাই আসল।’

সেইজন্য তিনি দ্রুত রোগ নির্ণয় করে সকলকে চিকিৎসা শুরু করার পরামর্শ দিয়েছেন। কিন্তু রাজ্যে সেই কাজ ঠিকমতো হচ্ছে না বলেও তিনি অভিযোগ জানিয়েছেন। বলেছেন, ‘আমার ক্ষেত্রেও দেরি হয়েছিল। অনেক রোগী নিজের অসুবিধের কথা ঠিকমতো বুঝতে পারেন না। আবার অনেক চিকিৎসক এই ধরনের রোগীদের এড়িয়ে যান। ফলে সেই সময় যা ক্ষতি হওয়ার হয়ে যায়। রক্তে অক্সিজেন কমে অনেকের মৃত্যু হয়।’ নিজে করোনা আক্রান্ত হয়েও দু’মাসে তিনি এবং তাঁর সহকর্মীরা বহু সংক্রমিতের কাছে গিয়েছেন। তাঁদের সাহস দিয়েছেন। জানিয়েছেন, এই সময় সকলের মনে সাহসটা জাগিয়ে রাখা অনেক জরুরি।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..