দৈনিক প্রত্যয় ডেস্ক:
রাজ্যে আরও এক চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হলেন। কলকাতার মিন্টোপার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালের ওই চিকিৎসকের কোভিড-১৯ টেস্টের পর রিপোর্ট পজিটিভ আসে মঙ্গলবার রাতে। তাঁকে আপাতত সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পরিবারের সদস্যদের গৃহ পর্যবেক্ষণে থাকতে বলা হয়েছে। যদিও এ বিষয়ে স্বাস্থ্য ভবনের তরফে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি।
ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসক, নামী অস্থিরোগ বিশেষজ্ঞ কী ভাবে করোনায় আক্রান্ত হলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি কোনও করোনা আক্রান্তের চিকিৎসা করেছিলেন কি না, তারও খোঁজ নিচ্ছেন স্বাস্থ্য আধিকারিকেরা। যে হেতু তিনি গত কয়েক দিনে রোগী দেখেছেন এবং ওই হাসপাতালেও এসেছিলেন, তাই তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের একটি তালিকাও তৈরি করা হচ্ছে। ওই হাসপাতালের কয়েক জনকে কোয়রান্টিনে পাঠানো হতে পারে। বেসরকারি হাসপাতালটির কয়েকটি বিভাগ জীবাণুমুক্তকরণের কাজ চলছে।
মঙ্গলবার চিনার পার্কের কাছে বেসরকারি হাসপাতালের এক চিকিৎসকেরও কোভিড-১৯ পজিটিভ আসে। নাইসেড-এর এক টেকনিশিয়ান তরুণীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সম্প্রতি।