কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি: কলাপাড়া পৌর শহরের এক বিশিষ্ট ব্যবসায়ী, মমতা শপিংমল, মমতা ব্রিকস ও মমতা অটো রাইচের মালিক মো: রুহুল আমীন (৫২) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। রবিবার ঢাকা ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা যায়, রুহুল আমিন দীর্ঘদিন ডায়াবেটিকসসহ কিছু শারীরিক সমস্যায় ভুগছিল। এ অবস্থায় ১৮ জুলাই তাঁর শরীরে করোনা পজিটিভ সনাক্ত হয়। করোনায় আক্রান্ত হওয়ার সাথে সাথে তাঁকে কলাপাড়া থেকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে বরিশাল পড়ে ঢাকা ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, দুই কণ্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। সোমবার তাকে করোনা বিধি মেনে জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্র জানায়। কলাপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক সাংবাদিকদের বলেন, করোনা প্রটোকল অনুযায়ী তাঁর জানাযা এবং দাফন সম্পন্ন হবে। এ ছাড়া তাঁর কলাপাড়া পৌর শহরের বাসভবন লকডাউন করা হয়েছে। পরিবারের
অপর সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা যায়, কলাপাড়া উপজেলায় এ পযর্ন্ত ৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। সুস্থ্য হয়েছে ৩৬ জন। মারা গেছে তিনজন ।