সাইদুল ইসলাম, কাউনিয়া: কাউনিয়া উপজেলায় শনিবার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরেনারি হাসপাতালের ব্যবস্থাপনায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় বালিকা বিদ্যালয় মাঠে শুরু হওয়া এই প্রদর্শনী দিনব্যাপী চলে। শনিবার মেলার উদ্বোধন করেন কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন।
এসময় উপস্থিত ছিলেন প্রানী সম্পদ কর্মকর্তা ডা: মনোজিৎ সরকার, কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান, বালাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনছাড় আলী প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের শেষে অতিথিরা প্রদর্শনীর ৪০টি স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী ও বিভিন্ন ধরনের পাখির প্রদর্শনীগুলো ঘুরে দেখেন।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, ‘দেশ স্বাধীনের পর থেকে এই দেশে বিভিন্ন জাতের পশু পালন বিষয়ে আমরা ব্যাপক সাফল্য লাভ করেছি। হাঁস-মুরগীর ডিম উৎপাদনে আমরা লক্ষ্যমাত্রা অর্জন করেছি। দুধ উৎপাদনেও প্রায় লক্ষ্যমাত্রা অর্জনের পথে। তাই প্রাণিসম্পদ প্রদর্শনীর মাধ্যমে এই অঞ্চলের মানুষ যাতে উন্নত প্রজাতির পশু ও পাখি লালন-পালনে উদ্বুদ্ধ হয় এবং এর সুফল জনগণের মাঝে পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য।
উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন বলেন, ‘এই এলাকার মানুষ যাতে উন্নত জাতের গরু-ছাগল হাঁস মুরগী লালন-পালন করতে পারে এই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। প্রাণিসম্পদের এই প্রদর্শনী পশুপালনে জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করছি।’