সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত আড়াই টন চাল সিলেট সদর উপজেলার ৮ নং কাদিগাওঁ ইউনিয়নে আজ বিতরণ করা শেষ হয়েছে।
এই আড়াই টন চাল ১০ কেজি করে ৯টি ওয়ার্ডে ২৫০টি পরিবারের মধ্যে আজ বিতরণ করা হয়েছে এবং এর আগে আরো ৬টন চাল ৯টি ওয়ার্ডে ১০কেজি করে ৬০০ টি পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে।
সিলেট সদর উপজেলা হইতে প্রাপ্ত ৫২টি প্যাকেট ৫২টি পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। কান্দিগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ্ব মো; নিউজাম উদ্দিন সাহেব এই ত্রান ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের গরীব অসহায় দিনমজুর মানুষের হাতে তুলে দেন।
সবমিলিয়ে এই পর্যন্ত কান্দিগাওঁ ইউনিয়নে সরকার হইতে প্রাপ্ত ত্রাণ গুলো সর্বমোট ৯০২টি পরিবারে বিতরণ করা হয়েছে।
কান্দিগাওঁ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্জ্ব নিজাম উদ্দিন সাহেব জানান, সরকার থেকে প্রাপ্ত ত্রাণের পরিমাণ আপনাদেরকে জানিয়ে দিলাম। ইনশাআল্লাহ সরকারের পক্ষ থেকে আরো ত্রাণ আসবে, এইগুলা আসলে আপনাদের জানিয়ে দেয়া হবে।
এটা শুধু আমাদের ইউনিয়নে সরকারী ত্রাণের পরিমান উল্লেখ করেছি। ব্যাক্তিগত পর্যায়ে অনেকেই ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছেন এবং আরো যারা আপনারা স্বাবলম্বী আছেন আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা নিজ উদ্যোগে যাতে আমাদের বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান এই কামনা করি।
আপনারা সবাই সুস্থ থাকুন সচেতন থাকুন
আল্লাহ্ যাতে আমাদের সবাইকে হেফাজতে রাখেন এই দোয়া করি।।