নিজস্ব প্রতিবেদক: কাপ্তাই লেক -এর পানির উচ্চতা আরও বেড়েছে। ফলে ডুবছে নতুন নতুন এলাকা। আজ মঙ্গলবার সকাল ১০টার তথ্য অনুযায়ী লেকের পানির উচ্চতা ১০৮.২২ ফুট এমএসএল।
এর আগে লেকের পানির উচ্চতা বেড়ে ১০৭.৫৪ ফুট এমএসএল হওয়ায় ১৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয় কাপ্তাই বাঁধের ১৬টি গেইট। তবে পরের দিন শনিবার থেকে গেইটগুলো বন্ধ করে দেয়া হয়।
এদিকে গত দুদিন ধরে ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে লেকের পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পায়। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টায় লেকের পানির উচ্চতা বেড়ে দাঁড়ায় ১০৮.২২ ফুট এমএসএল।
কিন্তু এখনো শেষ খবর পাওয়া পর্যন্ত পানির উচ্চতা কমানোর জন্য কাপ্তাই বাঁধের গেইটগুলো খুলে দেয়া হবে কিনা এ ব্যাপারে সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।
তবে আজকের মধ্যেই বাঁধের গেইট পুনরায় খুলে দেয়ার সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছে কর্ণফুলি বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।