মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন
ওয়েব ডেস্ক: বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর পৃথক থানার হত্যা ও হত্যাচেষ্টার মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভার্চুয়ালি হাজিরা দিয়েছেন কারাগরে থাকা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিসহ ৯ নেতাকর্মী।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত তাদের এ ভার্চুয়াল হাজিরা নেন। এদিন সিএমএম আদালতের ভার্চুয়াল আদালত পরিদর্শন করেন সুপ্রিম কোর্টের বিচারপতি আকরাম হোসেন চৌধুরী। আদালতের ভার্চুয়াল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন তিনি।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হারুন উর রশিদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, এদিন রাজধানীর মিরপুর, হাতিরঝিল, পল্টন ও যাত্রাবাড়ীর পৃথক চার মামলায় সাবেক মন্ত্রী এমপি সহ আওয়ামী লীগের ৯ নেতাকর্মীর হাজিরার দিন ধার্য ছিল। এসব আসামিদের পক্ষে হাজিরা দেন তাদের আইনজীবীরা। শুনানি শুরু হলে কারাগারে থেকে একে একে ভার্চুয়ালি হাজিরা দেন তারা।
তিনি আরও বলেন, রাজনৈতিক এসব আসামির হাজিরার দিন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে উচ্চ আদালতের নির্দেশ ক্রমে ডিজিটাল হাজিরার উদ্যোগ নেয় আদালত। এতে একদিকে যেমন রাষ্ট্রীয় অর্থের সাশ্রয় হচ্ছে, অন্যদিকে গুরুত্বপূর্ণ আসামিদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে।
এদিন ভার্চুয়ালি হাজিরা দিয়েছেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম, যাত্রাবাড়ী থানায় সাবেক ওসি আবুল হাসান, সাবেক ওসি মাজহারুল ইসলাম, পুলিশের কনস্টেবল শোয়াইবুর রহমান। তাদের মধ্য ৩ জন কাশিমপুর কারাগার, ৩ জন বিশেষ কেন্দ্রীয় কারাগার, ৩ জন কেন্দ্রীয় কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন।