ওয়েব ডেস্ক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতিকে জনগণের সঙ্গে ধোঁকা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
তিনি বলেন, আমরা এই বাংলাদেশটাকে নতুন করে গড়তে চাই। আমরা মানুষের কাছে এমন ওয়াদা দিতে চাই, যে ওয়াদা আমরা পরিপালন করতে পারব। দেশের অর্থনীতিকে খাদের কিনারে ফেলে দেওয়া হবে না। প্রতিশ্রুতি রক্ষা করা হবে না- এমন কার্ডের কথা বলে জনগণকে ধোঁকা দেওয়া আমাদের কাজ নয়।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় নির্বাচনী ঐক্যজোটের জনসভায় তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, বিধবা কার্ডের টাকা আমাদের মা–বোনেরা বুঝে পায় না। তোমরা (বিএনপি) যে ফ্যামিলি কার্ডের টাকা পৌঁছে দিবা, তার কী কোনো গ্যারান্টি আছে? আমরা যার যেটা ন্যায্য হক, তাদের কাছে সেটা পৌঁছাতে চাই। আমরা ন্যায়বিচার চাই। আমরা স্বচ্ছতার একটা রাজনীতি চাই।
তিনি বলেন, দশ দলীয় নির্বাচনী ঐক্যজোটের পক্ষ থেকে কথা দিতে চাই- আমরা যেমন রাষ্ট্রীয় সংস্কারের পক্ষে আছি, তেমন আমরা বৈষম্যের বিপক্ষে। বৈষম্যমুক্ত করার যে সংস্কার, রংপুরের উন্নয়নের জন্য যে সংস্কার- আমরা ক্ষমতায় গেলে সেই সংস্কারও বাস্তবায়ন করব।
নির্বাচনী এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রংপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির এটিএম আজম খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ও রংপুর-২ আসনের প্রার্থী এটিএম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও রংপুর–দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ, রংপুর-১ আসনের প্রার্থী রায়হান সিরাজী, রংপুর-৩ আসনের প্রার্থী মাহাবুবুর রহমান বেলাল, রংপুর-৫ আসনের প্রার্থী গোলাম রব্বানী ও রংপুর-৬ আসনের প্রার্থী মাওলানা নুরুল আমিনসহ জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ।
সমাবেশে দশ দলীয় ঐক্যজোটের রংপুর-৪ (পীরগাছা–কাউনিয়া) আসনের প্রার্থী আখতার হোসেনের হাতে শাপলা কলি প্রতীক তুলে দিয়ে আগামী নির্বাচনে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানানো হয়। একইসঙ্গে গণভোটে ‘হ্যাঁ’-তে সিল দেওয়ার আহ্বান জানানো হয়।