সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন
“কালবৈশাখী রাত”
-ইমরান ইমন
কালবৈশাখীর এই ঝড়ে,
তোমার স্পর্শ কড়া নাড়ে।
তুমি দিয়েছিলে কথা,
কালবৈশাখী রাতে দূর করবে
আমার পুরোনো সেই ব্যথা।
আমার শরীর জুড়ে বইছে শীতলতা,
এসে পড়ো আমার নগরীতে
দিয়ে যাও উষ্ণতা।
কবি: ইমরান ইমন
শিক্ষার্থী: ইংরেজি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।