রাজবাড়ী প্রতিনিধি: বিট পুলিশিং সফল করি, সুখি নিরাপদ সমাজ গড়ি। স্লোগানকে সামনে রেখে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ নারী নির্যাতন ইফটিজিং মুক্ত সমাজ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ বিষয়ক সচেতনতামূলক পুলিশিং সেবা মানুষের দোর গোড়ায় পৌছানোর লক্ষে রাজবাড়ী-২ সাংসদ পুত্র আশিক মাহমুদ মিতুল’র ঐকান্তিক প্রচেষ্টায় ও জেলা পুলিশের সহযোগিতায় জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউপির ১নং ওয়ার্ডের ধামচন্দরপুর স্কুল সংলগ্নে বৃহস্পতিবার বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করেন সহকারি পুলিশ সুপার লাবিব আবদুল্লাহ (পাংশা সার্কেল)। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, আব্দুল গনি
(ইনেস্পেক্টর তদন্ত) কালুখালী থানা, উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কে এম আবু জালাল। বোয়ালিয়া ইউপি আওয়ামীলীগ’র সভাপতি লুতফর রহমান, সাধারন সম্পাদক আব্দুর রশিদ, ইউপির (১নং ওয়ার্ড সদস্য মোঃ জাফর।
ওয়ার্ড আওয়ামীলীগ’র সভাপতি আবুল বাশার ইউপি ছাত্রলীগ সেক্রেটারি সোহাগ ধামচন্দরপুর হাই স্কুলের সহকারি শিক্ষক মোঃ মালেক অফিস সহকারি আয়নাল সমাজ সেবক সোহেল শাহিন প্রমুখ।
বোয়ালিয়া ইউপি চেয়ারমেন হালিমা বেগম’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সহকারি পুলিশ সুপার লাবিব আবদুল্লাহ বলেন, পুলিশের একার পক্ষে সব অপরাধ দমন করা সম্ভব না, প্রয়োজন জনগনের আন্তরিকতা দরকার আপনাদের সহযোগিতা। যে কোন অপরাধের তথ্য নির্ভয়ে আমাকে জানান, আপনাদের জন্য আমার ফোন দিন রাত ২৪ ঘন্টা খোলা। পরিশেষে ফিতা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।